ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে চীনের অভিনন্দন


সম্প্রতি চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। 

এটি কেবল বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ারও প্রথম তলদেশের টিউব। বাংলাদেশের এমন চমৎকার সফলতায় অভিনন্দন জানিয়েছে চীন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান ২৯ নভেম্বর বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিনন্দন জানান। 

চাও লি চিয়ান বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। এর নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় পরিবহন যোগাযোগ উন্নত, এশিয়ার সড়ক নেটওয়ার্কের উন্নয়ন, এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ জোরদার হবে। ফলে এর অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। - সূত্র: সিএমজি