ন্যাভিগেশন মেনু

তালেবানের সঙ্গে পাঞ্জশিরি প্রতিরোধবাহিনীর লড়াই শুরু


আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় অবস্থানরত তালেবানের সঙ্গে তালেবানবিরোধী প্রতিরোধবাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। উভয়পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনে ব্যর্থ হওয়ার পর এই লড়াই শুরু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা জানায়, বিরোধীপক্ষের মুখপাত্র দাবি করেন, যুদ্ধে তালেবানের অভিযান প্রতিহত করা হয়েছে এবং এতে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তালেবান প্রতিরোধবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ১৯৯০ সাল থেকে তালেবানবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া সুপরিচিত নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।

তালেবানের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় জোটের নেতৃত্ব দেওয়া আহমেদ শাহ মাসুদকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার আগে আল কায়দা সন্ত্রাসীরা সাংবাদিকের বেশে গিয়ে হত্যা করে।

গত মাসে কাবুল পতনের পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে যারা তাদের সামরিক নেতাদের আত্মসমর্পনের কারণে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘতকতা হয়েছে বলে ভাবেন তারা পাঞ্জশিরি প্রতিরোধ বাহিনীতে যোগ দেন। তাদের মধ্যে কয়েক বছর ধরে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিজয়ের জন্য বিখ্যাত বিশেষ বাহিনী এবং ক্ষমতাচ্যুত শাসনের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আছেন।

মাসুদের মুখপাত্র, ফাহিম দাসটি জানান, তালেবান এখন উপত্যাকার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত খাওয়াক নামে একটি পাহাড়ি গিরিপথ থেকে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারওয়ান প্রদেশ থেকে অভিযান চালাচ্ছে।

এই মুখপাত্র দাবি করেন, পাঞ্জশিরিভিত্তিক গ্ৰুপ, যারা নিজেদের 'ন্যাশনাল রেসিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান বা (এনআরএফএ) বলে দাবি করে, তারা তালেবানের অভিযান দমিয়ে দেয়। তাদের পাল্টা হামলায় শত শত তালেবান যোদ্ধা নিহত হয়।

'তারা ব্যাপকভাবে পরাজিত হয়েছে। আমাদের কাছে ইতোমধ্যেই যে পরিসংখ্যান আছে, তাদের মধ্যে ১৫০ জন নিহত হয়েছে এবং ২০০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনকে আটক করা হয়েছে এবং দুটি ভারী অস্ত্রশস্ত্রসহ তাদের চারটি কনভয় ধ্বংস করা হয়েছে', বলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তালেবান অনুসারীরা এই গ্রুপের একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর একটি কনভয় তালেবানের পতাকা নিয়ে পাঞ্জশিরি যাচ্ছে। তারা দাবি করেছে, তালেবানরা প্রতিরোধবাহিনী নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা দখল করেছে।

বুধবার তালেবানরা প্রতিবেশী গুলবাহারের সাথে পঞ্জশিরিকে সংযুক্তকারী প্রধান সড়কে সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে।

তালেবান ও তালেবানবিরোধীরা আলোচনার ব্যর্থতার জন্য একে অপরকে দোষারোপ করেছে।

এডিবি/