ন্যাভিগেশন মেনু

কুমিল্লায় সড়কের পাশে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন, মারা যাচ্ছে গাছ


কুমিল্লা জেলার বিভিন্ন সড়ক মহাসড়কসহ গ্রামগঞ্জের সড়কের দুই পাশের গাছে পেরেক ঠুকে বিভিন্ন বিজ্ঞাপন ও ফেস্টুন লাগানো হচ্ছে। এতে গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হওয়ার পাশাপাশি অকালে মরে যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লা মহানগরী ও জেলা সড়কের দুপাশের গাছে পেরেক ঠুকে লাগানো রয়েছে টিন ও প্লাস্টিকের প্যানাসাইনে বিজ্ঞাপনসহ হরেক রকমের ফেস্টুন। এসব করছে ডায়াগনস্টিক সেন্টার, কোচিং, ব্যাংক-বীমাসহ বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো।

শহরের জনবসতিপূর্ণ এলাকার মোড়ে মোড়ে বাসা ভাড়া, চিকিৎসক, হাসপাতালসহ রাজনৈতিক ব্যক্তিদের প্যানাসাইন, ফেস্টুনে ছেয়ে আছে সড়কের পাশের গাছ। দিনের পর দিন পেরেক ঠুকে বিজ্ঞাপন, ফেস্টুন লাগিয়ে যাচ্ছে একশ্রেণির বিবেকহীন মানুষ। ছোট থেকে গাছগুলো পরিণত বয়সে উঠার আগেই শত শত পেরেক গাছের ভিতর ঢুকে যাচ্ছে।

গাছে পেরেক ঠোকানোর বিষয় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম জানান, গাছের প্রাণ আছে। বহুকাল আগে আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। গাছ ব্যাথা পায়, গাছ কাঁদে, কিন্তু সেটা দেখা যায় না। গাছ ছোট থেকে বড় হয় একসময় ধীরে ধীরে মারা যায়।

বৈশাখ মাসের প্রচণ্ড গরমে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এ সময় গাছের শিকড় থেকে পানি অনেক নিচে নেমে যায়। বর্ষা মৌসুমে গাছ পানি গ্রহণ করে ফলে গাছের আঁশগুলো শক্ত হয়ে আকারে বৃদ্ধি পায়। কিন্তু পেরেক ঠোকায় গাছের ভেতরের অংশে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। এতে গাছের বৃদ্ধি কমে যায়। সুযোগটা কাজে লাগিয়ে পোকা-মাকড় গাছের ভেতর প্রবেশ করে নরম অংশ খেয়ে ফেলে। গাছগুলো এতে দুর্বল হয়ে যায়। ঝড় তুফানের সময় সামান্য বাতাসে এ সময় বহু গাছ ভেঙ্গে পড়ে।

তিনি আরও বলেন, তাছাড়া পেরেক গাছের খাবার সংগ্রহে বাধার সৃষ্টি করে। নরম কাণ্ডবিশিষ্ট গাছের আঁঠা ঝড়ে যায়। গাছের জীবন শক্তি হারিয়ে যায়। ফলে গাছ ধীরে ধীরে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। শহরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্নতা বিধানে সরকার ২০২১ সালে দেওয়াল লিখন ও গাছে পেরেক পোস্টার লাগানো নিয়ন্ত্রণে আইন পাশ করেন। এই আইন বাস্তবায়ন না হওয়ার কারনে মানুষ গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বুথের ন্যায় ব্যবহার করছেন।

এই আইন বাস্তবায়ন হলে গাছ পেরেকের যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছে সাইনবোর্ড, বিজ্ঞাপনের প্যানাসাইন লাগিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সুশীল সমাজ ও বৃক্ষপ্রেমীরা।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, গাছে পেরেক ঠুকে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী ব্যানার সরানোর জন্য জনবল বাড়িয়ে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনও প্রতিষ্ঠান যেনো বিজ্ঞাপন গাছে পেরেক ঠুকে দিতে না পারে তার জন্য নির্দেশনা দেওয়া হবে।

কেডিএইচ/এসএ/এডিবি/