ন্যাভিগেশন মেনু

ঝালকাঠিতে আরও ২০ জন করোনা আক্রান্ত


ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন করোনাভাইরাস আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। জেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনা আক্রান্তের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। 

সোমবার (২২ জুন) ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ২ জন হলেন, সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন ও নির্মাণ শ্রমিক মো. আলমগীর হোসেন।

 সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, জেলায় নতুন করে শনাক্তদের মধ্যে ঝালকাঠির সদর উপজেলায় ৮ জন, নলছিটি উপজেলায় ৮ জন, রাজাপুর উপজেলায় ৩ জন ও কাঁঠালিয়া উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আরও জানান, করোনায় নতুন আক্রান্ত রোগীদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ওয়াই এ/এডিবি