ন্যাভিগেশন মেনু

নোয়াখালীর ১৩ ইউপির ভোটগ্রহণ শেষ, এক পৌরসভায় ৭ প্রার্থীর ভোট বর্জন


নোয়াখালীর কবিরহাট পৌরসভা, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে হামলা, হুমকি ধমকিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দুইজনসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী।

একই অভিযোগে কবিরহাট পৌরসভায় ভোট বর্জন করেছে দুই কাউন্সিলর প্রার্থী।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বৃষ্টি ও কাদামাটি উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। কেন্দ্রগুলোতে প্রশাসনের তৎপরতা রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে র‌্যাব, বিজিবি, পুলিশ প্রশাসনের লোকজন। টহলে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব পুলিশের মোবাইল টিম।

এদিকে কেন্দ্র থেকে অ্যাজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নোয়াখালীর বুড়ির চর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) এটিএম সিরাজ উদ্দিন, চরইশ্বর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস), সোনাদিয়া বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) নুরুল ইসলাম ও নিঝুম দ্বীপ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) মেহেরাজ উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া কবিরহাট পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন।

ডিএ/সিবি/এডিবি/