ন্যাভিগেশন মেনু

কাজীপাড়ায় ৫ হাজার গাছের চারা রোপন করা হবে


জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের ঘোষণা দিয়েছেন। 

প্রধানমন্ত্রীর ঘোষণা সফল করে তুলতে বৃটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ (ব্যাট বাংলাদেশ) বনায়ন প্রকল্পের আওতায় ৫০ লাখ গাছের চারা রোপন করবে।

বৃটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঢাকার মিরপুর কাজীপাড়ায় ৫ হাজার গাছের চারা রোপন করবে। বৃটিশ আমেরিকান টোব্যাকো ঢাকা সিটিতে এক লাখ গাছের চারা রোপন করবে।

বৃটিশ আমেরিকান টোব্যাকো’র মিরপুর শেওড়াপাড়ার প্রতিনিধি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন রশিদ জনির হাতে ৫ হাজার গাছের চারা হস্তান্তর করেন।

এরআগে ২৫ আগস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম এক লাখ গাছের চারা রোপন প্রকল্প কর্মসূচীর উদ্বোধন করেন।

এস এস