ন্যাভিগেশন মেনু

ঘুষ গ্রহণ, বেনাপোল কাস্টমসের ২ সদস্য প্রত্যাহার


ঘুষ নেওয়ায় বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে কর্মরত দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দুই সদস্য হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা শাহ জামাল ও সিপাহী আইয়ুব আলী।  

সূত্র জানায়- সহকারী রাজস্ব কর্মকর্তা শাহ জামাল ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৪ হাজার টাকা আদায় করে। এ ছাড়া সিপাহী আইয়ুব আলীর বিরুদ্ধেও ভারত ফেরত আরেক এক যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে। পাসপোর্ট যাত্রীরা রাজস্ব কর্মকর্তা শারমিন জাহানের কাছে অভিযোগ জানালে তিনি সিপাইী আইয়ুবের কাছ থেকে টাকাটি উদ্ধার করে ওই যাত্রীকে ফেরত দেন।

পরে বিষয়টি কাস্টমসের ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেন শারমিন জাহান। যাত্রীর অভিযোগের বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা মেলায় অভিযুক্ত দুজনকে শাস্তিমূলক চেকপোস্ট কাস্টমস থেকে বেনাপোল কাস্টমস হাউজে প্রত্যাহার করা হয়।

অভিযোগ উঠেছে, নিয়ম নীতি উপেক্ষা করে সাধারণ যাত্রীর সামান্য কেনাকাটা থাকলেও অর্থ আদায়ে চাপ প্রয়োগ করে থাকে কাস্টমস সদস্যরা।

গত মাসের ২৯ নভেম্বর বহিরাগতদের মাধ্যমে চেকপোস্ট কাস্টমসে ঘুষ বাণিজ্য করে বিপুল পরিমাণ মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন এবং আমিনুর রহমানকে প্রত্যাহার করা হয়।

এস এস