ন্যাভিগেশন মেনু

নির্বাচন কমিশনকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি: কাদের


নির্বাচন কমিশনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এ কথা বলেন। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। দেশের গণতন্ত্রের নির্য়ম অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। গত বছর রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করেছিলেন, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, তিনিও কথা বলেছেন।’

তিনি বলেন, ‘বিএনপির মধ্যে গণতন্ত্রের কোনো কাঠামো নেই। তারা শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে। যাদের দলের মধ্যে গণতন্ত্র নেই, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

বিএনপি’র যে সিরিজ জনসভা হচ্ছে, এটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নয়। তাদের সিরিজ সভা সিরিজ বোমা হামলার ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু সময় আগে খবর পেলাম ভুঁইফোড় সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। মুক্তিযোদ্ধা প্রজন্মদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু যারা লীগ বা আওয়ামী, মুক্তিযোদ্ধা যুক্ত করে  ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর।’

এসব ভুঁইফোড় সংগঠন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে। এ ধরনের সংগঠনের কোনো বৈঠকে বা প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের না থাকারও অনুরোধ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি। আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের সম্মেলন যথাসময়ে হবে।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম সহ আরো অনেকে।

ওআ/