ন্যাভিগেশন মেনু

তাইওয়ান প্রণালীর কাছে ধারাবাহিক সামরিক অভিযান চালাবে চীনের গণমুক্তি ফৌজ


 চীনের গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ-অঞ্চলের মুখপাত্র কর্নেল শি ই মঙ্গলবার ঘোষণা করেছেন, মঙ্গলবার রাত থেকে গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ-অঞ্চল তাইওয়ান প্রণালীর নিকটবর্তী এলাকায় ধারাবাহিক যৌথ সামরিক অভিযান চালাবে।

এ সময় চীনা বাহিনী তাইওয়ান প্রণালীর উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের সামুদ্রিক ও আকাশসীমায় যৌথ সমুদ্র ও আকাশ মহড়া এবং প্রশিক্ষণ চালাবে।

এসব মহড়ায় চীনা বাহিনী তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করবে, এবং তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলের সমুদ্রে সাধারণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে। এবারের অভিযান হচ্ছে সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কার্যক্রমের বিরুদ্ধে চীনের কঠোর ব্যবস্থা। এটা হচ্ছে ‘স্বাধীন তাইওয়ানপন্হী’দের ‘স্বাধীন’ আচরণের প্রতি চীনের কঠোর হুঁশিয়ারি।