ন্যাভিগেশন মেনু

ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই: জামাল ভূঁইয়া


আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সোমবার (২৭ সেপ্টেম্বর) টুর্নামেন্ট খেলার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা সঠিক অনুশীলন করেছি এবং ভালো ছন্দে আছি। আশা করি ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব।’

অধিনায়ক বলেন, ‘জাতীয় দলে দায়িত্ব নিয়ে কোচ অস্কার সরাসরি বলেছেন তিনি আক্রমণাত্মক ফুটবল এবং ৪-৩-৩ ছকে খেলাতে চান। বাংলাদেশের অধিকাংশ ক্লাব ৪-৩-৩ এ খেলে। নতুন কোচও সেটি খেলাতে চাইছেন। ফলে আশা করি কোনো সমস্যা হবে না।’

জামাল ভূঁইয়া বলেন, ‘জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন প্রথম ম্যাচকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জয় দিয়ে শুরু করলে দারুণ এক সূচনা হবে।’

জাতীয় দলের কোচ অস্কার বলেন, ‘স্কোরারদের ওপর আমার বিশ্বাস আছে। আশা করি তারা গোল করতে সক্ষম হবে। মালদ্বীপ ও ভারতই শক্তিমত্তায় এগিয়ে। তবে এই দুই দলের ব্যাপারে আমার পূর্ণ ধারণা আছে। আমার সেই অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগাতে চেষ্টা করব।’

প্রসঙ্গত, বাংলাদেশের ফুটবল ও ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় এবং আকষর্ণীয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দল আগামীকাল টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বে।

এমআইআর/ওআ