ন্যাভিগেশন মেনু

শীতকালে উলের পোশাকে অ্যালার্জি! রেহাই পাবার উপায়


ভোরের হাওয়ায় বেশ একটা ঠাণ্ডা ভাব। শীতের আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে। হাড় কাঁপানো শীতে উলের পোশাক না পরলেও শীত থেকে রেহাই পাওয়া যায় না। কিন্তু অনেকেরই রয়েছে উলের পোশাকে অ্যালার্জি। উলের পোশাকের অ্যালার্জি থেকে রেহাই পাবার কিছু উপায় রয়েছে। আসুন জেনে নিই -

উল থেকে অ্যালার্জির উপসর্গ ও লক্ষণ:

১) ত্বকে চুলকানি, ফুলে যাওয়া এবং চোখ লাল হয়ে যেতে পারে।

২) ফুসকুড়ি এবং আমবাত হতে পারে।

৩) নিঃশ্বাসের সমস্যা, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, নাক চুলকানো এবং অস্বস্তি, শ্বাসের সমস্যা, হাঁচি এবং নাক দিয়ে পানি পড়তে পারে।

রেহাই পাবার উপায়:

১) উলের পোশাকের নিচে এমন পোশাক পরতে হবে যা উলকে ত্বকে লাগতে দেবে না।

২. উলের কাপড়ের নিচে অন্য কাপড় পরার সত্ত্বেও যদি অ্যালার্জি হয়, তাহলে প্যাচ টেস্ট করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে।

৩. শীতে উলের কাপড়ের নিচে কটন বা সুতির আবরণ দেওয়া মোটা জামা পরতে হবে। এতে উপাদানের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ এড়ানো সম্ভব হবে।

৪. শীতকালে কর্ডের জ্যাকেট, ট্রাউজার এমনকি শার্টও ব্যবহার করা যেতে পারে। এটা শীতে শরীরকে গরম রাখতে সাহায্য করবে।

ওয়াই এ/এডিবি