ন্যাভিগেশন মেনু

বিমানের বহরে যুক্ত হলো ‘ধ্রুবতারা’


জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ‘ধ্রুবতারা’। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুবতারা। দেশে পৌঁছার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। 

কানাডার উড়োজাহাজাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত এই ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব। এটিতে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে।

এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা হলো ১৯টি।

এ সময় বিমান পরিচালনা পর্যদের চেয়্যারম্যান সাজ্জাদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেনসহ বিমান ও সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা ৩টি উড়োজাহাজের মধ্যে বাকি দুটো ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমানের বহরে যুক্ত হবে।

এডিবি/