ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদী পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী ইছাহক


ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ইছাহক আলী মালিথা মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে তার নাম ঘোষণা করা হয়।

সততা ও নৈতিকতার কারণে তিনি ঈশ্বরদীতে একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিগণিত ইছাহক। সেই থেকে তিনি তার আদর্শে অনুপ্রাণিত থেকে দলকে সুচারুভাবে পরিচালনা করে আসছেন। সাংগঠনিক আর উদ্দ্যোমী নেতা হিসেবেও পরিচিত ইছাহক আলী মালিথা।

মূলত পারিবারিক আর ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে তিনি ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দক্ষতা ও সুনামের সঙ্গে দলের দায়িত্ব পালন করে আসছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ঈশ্বরদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ রবিবার ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ঈশ্বরদী পৌরসভার ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

জে এইচ/এস এ /এডিবি