ন্যাভিগেশন মেনু

ভারতের মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় তাউটে’র প্রভাবে ৬ জনের প্রাণহানি


শক্তিশালী ঘূর্ণিঝড় তাউটে’র তাণ্ডবে ভারতের মহারাষ্ট্রে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) ভোরে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেড়ে গুজরাট উপকূল অতিক্রম করেছে। এতে সেখানকার বেশকিছু স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তাউটে’র কবল থেকে বাঁচাতে মুম্বাইয়ের অন্তত সাড়ে ১৩ হাজার মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের দাবি, সাম্প্রতিক সময়ের মধ্যে মুম্বাইয়ে আঘাত হানা সাইক্লোনগুলোর মধ্যে তাউটে’র গতি সবচেয়ে বেশি। ক্ষয়ক্ষতি এড়াতে মুম্বাইয়ের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শহরটির বিস্তীর্ণ এলাকা।

তাউটে’র মোকাবেলার প্রস্তুতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত থেকেই গুজরাট উপকূল সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পানি জমে যায় তাউটে’র প্রভাবে।

গুজরাট প্রশাসন জানিয়েছে,  ঘূর্ণিঝড়ের কারণে আপাতত দুইদিন করোনা টিকাদান বন্ধ থাকবে।

সোমবার মৌসম ভবনের তরফে একটি ট্যুইটে জানানো হয়, সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি দিউয়ের উপকূল এলাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৭০ কিলোমিটার এবং মুম্বাই থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ২০০ কিলোমিটার দূরে রয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার ছিল।

এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝ়ড় তাণ্ডব চালিয়েছিল গুজরাটে। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় চার হাজার মানুষ।

ওয়াই এ/এডিবি/