ন্যাভিগেশন মেনু

ভারতের তামিলনাড়ুতে ২ সপ্তাহের পূর্ণ লকডাউন


করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের তামিলনাড়ুতে সোমবার (১০ মে) থেকে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘শুক্রবারই রাজ্যটিতে একদিনে ২৬ হাজার ৪৬৫ করোনা রোগী ধরা পড়েছে। একদিনের হিসেবে এটিই এখানে সর্বোচ্চ শনাক্ত। এর একদিন পরেই লকডাউনের ঘোষণা এলো।’

ভারতে গত বছরের তুলনায় বহুগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে দেশটিতে। সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এমকে স্ট্যালিনের এটাই প্রথম বড় সিদ্ধান্ত।

করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি নাজুক। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একইসময়ে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ১ হাজার ৩২৬ জন।

এমআইআর/এডিবি/