ন্যাভিগেশন মেনু

সাভারে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, আটক ১০


সাভারের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাব্বি নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) গভীর রাতে সাভারের পৌর এলাকা আনন্দপুর মহল্লায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি আজকের বাংলাদেশ পোস্টকে নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর রাতেই হামলার সাথে জড়িত মোট ১০ জনকে আটক করা হয়েছে, পাশাপাশি মামলা দায়েরের পর বুধবার সকালে অভিযুক্তদের ৫ দিনের রিমান্ড দাবি করে আদালতে পাঠানো হয়েছে।’

আহত পুলিশ সদস্য রাব্বি সাভার মডেল থানায় কন্সটেবল পদে কর্মরত রয়েছেন।

আটককৃতরা হলো, সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, আঃ রহিম বাবু, মোঃ রাশেদ, নজরুল ইসলাম, আল-আমীন, কামাল হোসেন, সুজন শিকদার।

সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আনন্দপুর মহল্লায় নিজ বাসায় ফেরার পথে ইকবাল নামে এক পরিবহণ শ্রমিককে আটকে চাঁদার দাবিতে কয়েকজন সন্ত্রাসী তার কাছে থাকা নগদ ৫৩০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গিয়েছে, জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে ভুক্তভোগীর এমন অভিযোগ পেয়ে কতর্ব্যরত পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভুক্তভোগী পরিবহণ শ্রমিকের অভিযোগের ভিত্তিতে আনন্দপুর মহল্লার মসজিদ সংলগ্ন বাউন্ডারী ঘেরা একটি জায়গায় অভিযুক্তদের আটক করতে গেলে সাব্বির হোসেন নামে এক সন্ত্রাসী পুলিশের কন্সটেবল রাব্বি’কে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাকি পুলিশ সদস্যরা ধাওয়া করে অভিযুক্ত ১০ জনকে আটক করে।

এঘটনায় ভুক্তভোগী পরিবহণ শ্রমিক ইকবাল ও পুলিশ বাদি হয়ে সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এন এম/ ওআ