ন্যাভিগেশন মেনু

কৃষকের স্বার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি


সৌন্দর্যের প্রতীক ফুল। শুধু সৌন্দর্য নয়, অর্থনৈতিক খাতেও একটি বিরাট ভূমিকা রয়েছে ফুলের।

বর্তমানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান ও বাৎসরিক ১২০০ কোটি টাকার আভ্যন্তরীণ ফুলের বাজার। কৃষকের স্বার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি জানালেন ফুল চাষিরা।

তবে ফুল চাষিরা মনে করছে প্লাস্টিকের ফুল,কাঁচা ফুলের বাজার নষ্ট করছে। তাই প্লাস্টিকের ফুল আমদানি ও দেশে এর উৎপাদন বন্ধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন সাভারের গোলাপ গ্রামের ফুল চাষিরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির মাধ্যমে দাবিগুলো জানান ওই গ্রামের প্রায় দেড় শতাধিক ফুল চাষি।

গোলাপ গ্রামের ফুল চাষি ও ব্যবসায়ীরা বলেন, প্লাস্টিকের ফুলের কারণে মানুষ এখন আর আমাদের উৎপাদিত ফুল ক্রয় করেন না। এর ফলে আমার মতো অনেক চাষিই এখন ফুল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই প্লাস্টিকের ফুল আমদানি ও উৎপাদন বন্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

চাষিদের দাবি হলো- চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে হবে; দেশের ফুল শিল্প রক্ষায় পদক্ষেপ নিতে হবে; ফুল শিল্পের প্রসার করতে কীটনাশক ও আনুষঙ্গিক কৃষি উপকরণ সহজলভ্য করতে হবে; প্রচারণার মাধ্যমে বিদেশে ফুল রপ্তানির সুযোগ করে দিতে হবে এবং দেশের ফুল সুষ্ঠু বিপণনের জন্য ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপন করতে হবে।

 সিবি / এস এস