ন্যাভিগেশন মেনু

বেইজিং সিয়াংশান ফোরামের বিশেষজ্ঞ সম্মেলন অনুষ্ঠিত


চলতি বছরের বেইজিং সিয়াংশান ফোরামের বিশেষজ্ঞ সম্মেলন ১ ডিসেম্বর রাতে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

এবারের সম্মেলনে প্রধানত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত, বড় রাষ্ট্রের দায়িত্ব, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং যুদ্ধের ধরণগুলোর বিবর্তনসহ নানা বিষয় আলোচনা করা হয়। 

নিরাপত্তা সমস্যা ও সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করা, এবং শান্তি বাস্তবায়নের উপায় খোঁজায় সম্মেলনে জোর দেয়া হয়। চারটি দেশ এবং একটি আন্তর্জাতিক সংস্থার ৪২ জন বিশেষজ্ঞ তাতে অংশগ্রহণ করেন।

চীনা সোসাইটি অব মিলিটারি সায়েন্স ও চাইনিজ পিপলস লিবারেশন আর্মির একাডেমি অব মিলিটারি সায়েন্সের প্রধান ইয়াং সুয়েচুন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, সম্মেলনটি ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবকে এগিয়ে নেয়া এবং সম্মিলিতভাবে শান্তি ও উন্নয়ন রক্ষা’র ওপর দৃষ্টিপাত করেছে। তা শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গ সঙ্গতিপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ উন্নয়ন’ বিষয়ে আলোচনা করেন।

ছয়জন চীনা ও বিদেশি বিশেষজ্ঞ কীভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ উন্নয়নের প্রবণতা বজায় রাখা যায়, তা নিয়ে আলোচনা করেছেন।

তা ছাড়া, ‘বৈশ্বিক নিরাপত্তায় আঞ্চলিক সংঘাতের প্রভাব’ বিষয়ে আরও ছয়জন চীনা ও বিদেশি বিশেষজ্ঞ মত বিনিময় করেন।

অনলাইনে অনুষ্ঠিত এ সম্মেলনে ২ ডিসেম্বর অংশগ্রহণকারীরা বাকী ৪টি বিষয়ের ওপর মত বিনিময় করেন। - সূত্র: সিএমজি