ন্যাভিগেশন মেনু

করোনার আতঙ্কে বন্যপ্রাণীরাও হাত ধুচ্ছে!


করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে তিন বনকর্মীর সঙ্গে বসে জলাধারের পাশে হাত ধুয়ে নিচ্ছে একটি উল্লুক।

‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামে একটি ফেসবুক পেজে গত মঙ্গলবার (১৮ মার্চ) একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তবে ভিডিওটি কবে নাগাদ ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

তবে করোনা সচেতনতায় এটি পোস্ট করা হয়েছে বলে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে বার বার ভাল করে হাত ধুতে হবে। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল প্রচারণা। দেখা গেছে, এর প্রভাব পড়তে শুরু করেছে বন্যপ্রাণীদের ওপরেও।

সম্প্রতি এমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আপনাকেও হাত ধুতে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহী করতে পারে।

আরও পড়ুন: ভারতে পাচারকালে ৯ বন্যপ্রাণী উদ্ধার

এমনই আরেকটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান।

তিনি বেজীর মতো একটি প্রাণীর ভিডিও পোস্ট করেছেন, সেটি একটি প্লাস্টিকের গামলায় বেশ কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে।

পারভীনও পোস্টের সঙ্গে ‘করোনাভাইরাস’ জুড়ে দিয়েছেন।

পারভীনের ভিডিওর কমেন্ট বক্সে আবার আরেকজন একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি গিরগিটি কলের পানিতে হাত ধুয়ে যাচ্ছে।

ভাইরাস প্রতিরোধে এভাবে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার লড়াই।

সিবি /এডিবি