ন্যাভিগেশন মেনু

ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিতে হবে: ফাউসি


যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাউসি বলেছেন, আমেরিকানদের সম্ভবত ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিতে হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউসি সাংবাদিকদের বলেন, 'ইমিউনোলজিস্ট হিসেবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি মোটেও অবাক হবো না যে টিকার জন্য পর্যাপ্ত পরিপূরক পদ্ধতি সম্ভবত তিন ডোজ হবে।'

তিনি বলেন, এ বিষয়ে খাদ্য ও ওষুধ প্রশাসন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যারা এক ডোজ জনসন অ্যান্ড জনসন পেয়েছে তাদের বুস্টার লাগবে কি-না তা দেখার বিষয়।

ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনগুলির জন্য যে কোনও বুস্টার দ্বিতীয় ডোজের পাঁচ থেকে আট মাসের মধ্যে দেওয়া হবে।

হোয়াইট হাউসের করোনাভাইরাস রেসপন্স কোঅর্ডিনেটর জেফরি জিয়েন্টস বলেন, ১৭৫ মিলিয়ন আমেরিকান এখন পুরোপুরি ভ্যাকসিন পেয়েছেন, যা এক মাস আগের তুলনায় ১০ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এটি টিকা প্রচেষ্টার একটি বড় মাইলফলক বলে জানান জিয়েন্টস।

গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকায় যুক্ত করা করোনার নতুন ভ্যারিয়েন্ট মু সম্পর্কে হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউসি বলেন, 'আমরা এটির দিকে মনোযোগ দিচ্ছি - আমরা এর মতো সবকিছুকে গুরুত্ব সহকারে গ্রহণ করি - কিন্তু আমরা এখনই এটিকে তাৎক্ষণিক হুমকি মনে করি না।'

কলম্বিয়ায় প্রথম চিহ্নিত হওয়া মু ভ্যারিয়েন্ট কমপক্ষে ৩৯টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। সূত্র: ভিওএ

এডিবি/