ন্যাভিগেশন মেনু

ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


ভোলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য 'তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার' আর দিবসটির স্লোগান ঠিক করা হয়েছে 'তথ্য আমার অধিকার, জানতে হবে সবার'।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও কোস্ট ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক -ই-এলাহি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্ট ফাউন্ডেশন নাগরিক কমিটির সহ-সভাপতি মামুন আল রশিদ, সদর উপজেলা সভাপতি মোকাম্মেল হক মিলন ও সদস্য মুসরিন আকতার ও নাগরিক কমিটির মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান মনির, কোস্ট কর্মকর্তা শীষ খান শাওন ও সোহাগ প্রমূখ।

অনুষ্ঠানে ভোলা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার, হামিদা বেগম ও আবদুর রহিম ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, কোস্ট ফাউন্ডেশনের নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএম/সিবি/এডিবি/