ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো, গত ২৪ ঘণ্টায় মৃত ৮৫৩


মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা চাল লাখ ছাড়িয়েছে গেছে।

গত ২৪ মে দেশের মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছিল। সেই হিসাবে গত ৩৮ দিনে মৃত্যু হয়েছে এক লাখ কোভিড রোগীর।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার দেশটিতে সুস্থ হয়েছেন ৫৯ হাজার৩৮৪ জন। বৃহস্পতিবাররে তুলনায় শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ দুই হাজারের মতো কম। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন।

দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন।

পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট এক হাজার ৫০১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ২৭ জন।

অন্যদিকে এখন পর্যন্ত ভারতে ৩৪ কোটিরও বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার করোনা টিকা নিয়েছেন ৪২ লাখ ৬৪ হাজার ১২৩ জন।

এডিবি/