ন্যাভিগেশন মেনু

শীতের কালেকশন ঘরে তুলল গ্রামীণ ইউনিক্লো


বাংলাদেশ - শীতের আরামদায়ক ভারী পোশাক নিয়ে এসেছে দেশের খ্যাতনামা ক্যাজুয়াল পোশাক সরবরাহকারী জাপানের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। ভোক্তাদের দৈনন্দিন জীবনে পোশাক ব্যবহারকে আরো সহজ ও আরামদায়ক করতে, সুনির্দিষ্ট চিন্তাধারায় তৈরি এসকল শীতের পোশাকে প্রাধান্য পেয়েছে সরলতা, গুণগত মান এবং দীর্ঘস্থায়ীত্ব।

গ্রামীণ ইউনিক্লো’র এবারের শীতের কালেকশনে বিশেষ মাত্রা যোগ হয়েছে দেশের খ্যাতনামা টেলিভিশন অভিনেতা এবং গায়ক সম্প্রদায়; তাহসান, অপূর্ব, মেহ্জাবিন, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন এবং প্রিতম হাসান - এর যোগসূত্রতায়।

শীতের আমেজকে উপভোগ করতে প্রিয়জনদের নিয়ে কাছে কিবা দূরে কোথাও বেড়াতে যাওয়া - শীতের চিরাচরিত দৃশ্যগুলোর মধ্যে একটি। আর এই বিষয়টিকে মূল উপজীব্য করে গ্রামীণ ইউনিক্লো ডিজাইন করেছে এবারের শীতের কালেকশন।


নতুন এই কালেকশনে রয়েছে আকর্ষনীয় সব আউটার, সোয়েটার, নিট, শার্ট, প্যান্টস্সহ আরো অনেক আইটেম। শীতের কালেকশনে গ্রামীণ ইউনিক্লো প্রতিনিয়ত নতুন নতুন পোশাক নিয়ে আসলেও, এবার ভোক্তাদের জন্য গতানুগতিক ট্রেন্ড ভেংগে বিশ্বব্যাপী চলমান ধারার নতুন পোশাক উদ্বোধন করেছে অভিজ্ঞ এই ব্র্যান্ডটি যেখানে ছেলে এবং মেয়ে উভয়ের পোশাক নির্মাণে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

ছেলে এবং মেয়েদের পোশাকের বৈশিষ্ট্যের তারতম্যকে নিখুঁতভাবে প্রাধান্য দিয়ে এবারের শীতের ছেলে এবং মেয়েদের পোশাকে আনা হয়েছে বৈচিত্র্য। পোশাকের রং গুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে ভূমি হতে পাওয়া খনিজের মৌলিক রংগুলো যেখানে প্রয়োজনের তাগিদে ন্যূনতম পরিবর্তন এনে ডিজাইন করা হয়েছে নীল, কমলা, বাদামী, সবুজ এবং লাল রং। দম্পতি বা জুটি করে স্টাইল করার স্বার্থে কিছু কিছু পোশাকে ছেলে ও মেয়েদের জন্য রাখা হয়েছে একই ডিজাইন এবং একই রং।

শীতের কালেকশনে ছেলে আইটেম ৯৯০ থেকে ২৪৯০ টাকায় এবং মেয়েদের আইটেম ১১৯০ থেকে ২৯৯০ টাকায় একযোগে গ্রামীণ ইউনিক্লোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড় স্টোরে পাওয়া যাবে।

এমআইআর

আজকের বাংলাদেশ পোস্টের অন্যান্য খবর

  1. আন্তর্জাতিক মানে উপনীত ওসমানী স্মৃতিমিলনায়তন
  2. 'মিস ইউনিভার্স বাংলাদেশ' হলেন শিরিন শিলা