ন্যাভিগেশন মেনু

ভারতে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ, নতুন মুখ ৪৩


ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণের আগেই পদত্যাগ করেছেন মন্ত্রীসভার ১২ সদস্য। তাছাড়া মন্ত্রীসভায় যোগ হচ্ছে আরও ৪৩ জন।

বুধবার (৭ জুলাই) বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মন্ত্রিসভার ১২ জন সদস্যের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন - কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভড়েকর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, সন্তোষ কুমার গাঙ্গোওয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া, ধোত্রে সঞ্জয় শামরাও, রত্তন লাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গি এবং দেবশ্রী চৌধুরী।

হিন্দুস্তান টাইমস জানায়, দ্বিতীয় দফার মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রীসভায় জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিতে চলেছেন। সেই তালিকায় পশ্চিমবঙ্গের চারজন আছেন।

দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ৫২ জন সদস্য ছিলেন। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ৭৮ জনে। 

নতুন মন্ত্রীসভায় যারা আসছেন তারা হলেন - নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি কুমার পরশ, কিরেণ রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দর সিং, পুরষোত্তম রুপালা, জি কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্যপাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভা করণডলাজে, ভানুপ্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জারদশ, মীনাক্ষী লেখি, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভাট, বি এল বর্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতিমা ভৌমিক, ভগবত কৃষ্ণানরাও কারাড, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, মুঞ্জাপারা মহেন্দ্রভাই, এল মুরুগান, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর ও জন বার্লা।

এডিবি/