ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘন্টায় ৪১৯৪ জনের মৃত্যু


করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।

একইসময়ে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ১ হাজার ৩২৬ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জনে পৌঁছালো।   

শনিবার (৮ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার এই পরিসংখ্যান ৪ হাজার ছাড়িয়ে যায়।

বর্তমানে ভারতে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ লাখের বেশি। ফ্যাটালিটি রেট ১.০৯ শতাংশ। দ্রুত বাড়ছে সংক্রমণ। জাতীয় রিকভারি রেট কমেছে। বর্তমানে ভারতে করোনায় রিকভারি রেট ৮১.৯৫ শতাংশ।

পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও তুঙ্গে করোনা সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের পেশ করা বুলেটিনে একদিনে ১৯ হাজার ২১৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানানো হয়েছে। সেরে উঠেছেন ১৭ হাজার ৭৮০ জন। আর মৃত্যু হয়েছে ১১২ জনের। যা এখনো পর্যন্ত রাজ্যে রেকর্ড।

ভারতে গত বছরের তুলনায় বহুগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে দেশটিতে। সবচেয়ে বেশি সংক্রমণ

এমআইআর/এডিবি/