ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা শনাক্তের হার কমেছে, একদিনে মৃত্যু ১৬৪৭


ভারতে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ হাজার ৭৫৩ জন। এর আগের দিন (বৃহস্পতিবার) ৬২ হাজার জন করোনা আক্রান্ত হয়েছিলেন। একইসময়ে ১ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি, এ নিয়ে ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জন। আর শনাক্ত হয়েছে ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জন।

এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। শুক্রবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। এখনও পর্যন্ত দেশটিতে প্রায় দুই কোটি ৮৬ লাখ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। শুক্রবার সন্ধ্যার বুলেটিনের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, একদিনে মোট ২ হাজার ৭৮৮ জনের দেহে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৫৮ জন।

ভারতে এখন পর্যন্ত ২৭ কোটি ২৩ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

এস এ/এডিবি/