ন্যাভিগেশন মেনু

বাঘের তাড়া খেয়ে হরিণ লোকালয়ে, উদ্ধার করলো বন বিভাগ


সুন্দরবন থেকে বাঘের আক্রমণ শিকার হওয়া মায়া হরিন (বার্গিন ডিয়ার) চলে আসলো লোকালয়ে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮ টার সময় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার সংলগ্ন দুলালের বাড়ি থেকে বাঘের আক্রমণের শিকার হওয়া হরিণ উদ্ধার করা হয়।

বনবিভাগ ও ওয়াইল্ডটিম হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়ার পরে স্বাভাবিক অবস্থার অনেকটাই উন্নতি দেখা দিয়েছে।

এ বিষয়ে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ‘আমরা ডাক্তারি ট্রিটমেন্ট করার পরে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে। হরিণটিকে অনেকটাই খারাপ অবস্থায় পেয়েছি পাওয়ার সাথে সাথে দ্রুত ট্রিটমেন্ট এর ব্যবস্থা করেছি। হরিণটির দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাখ দেখতে পাই, এবং অনেক স্থানে পোকায় ধরেছে।’

এমএস/এমআইআর/ওআ