ন্যাভিগেশন মেনু

করোনায় বিশ্বজুড়ে একদিনে ১৩১৮০ জনের মৃত্যু


মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ১৮০ জন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৬ লাখ ৪ হাজার ৯৭৩ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাত কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৪৫১ জন। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে এক কোটি ৭২ লাখ ২ হাজার ৮৯৭ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৫১ লাখ ১১ হাজার ৯৩৮ জন।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার ইউরোপ।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৩৭৬ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন।

এদিকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এক কোটি লাখ ৯৩ হাজার ৩০৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭৩ লাখ ২০ হাজার ২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জন।

তাছাড়া, গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৬২৮ জন, ফ্রান্সে ৪৮৭ জন, স্পেনে ২৬০ জন, রাশিয়া্তে ৫৬১ জন, ইরানে ১৮৭ জন, আর্জেন্টিনাতে ২৫৭ জন, কলম্বিয়াতে ২৫১ জন, জার্মানি্তে ৯৪৪ জন ও মেক্সিকোতে ৩৯৬ জন।

ওয়াই এ/এডিবি