ন্যাভিগেশন মেনু

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু


ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) সকাল থেকে সব কার্যক্রম চালু হওয়াই ফিরতে শুরু করেছে বন্দরের কর্মচাঞ্চল্যতা। তবে ভারত থেকে আমদানি-রফতানি একদিন বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।

বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, একদিন বন্ধের পর আজ রবিবার সকাল থেকে যথারীতি নিয়মে ভারত থেকে পণ্য আমদানি-রফতানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।