ন্যাভিগেশন মেনু

৩৮তম বিসিএসের ফলাফল আজ


অপেক্ষার পালা শেষ হয়ে আজ প্রকাশ পাচ্ছে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। মঙ্গলবার (৩০ জুন) এ ফল প্রকাশ হবে বলে জনিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।  

সূত্র মতে, ‘আজ বিকেলে বিশেষ সভা ডেকেছে পিএসসি। ওই সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়।

এরপর, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হয়।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ৪০০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা রয়েছে।

এমআইআর/এডিবি