ন্যাভিগেশন মেনু

ভালো খেলেও বাংলাদেশের কিশোরদের বিদায়


পুরো  ৯০ মিনিট মাঠে দাপটে খেলার পরও ফাইনালে ওঠতে পারেনি বাংলাদেশ অনুর্ধব-১৭ ফুটবল দল । গতকাল কলম্¦োর রেইসকোর্স ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব -১৭ ফুটবলের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে হেরে গ্রæপ পর্বে প্রতিপক্ষকে উড়িয়ে দেযা বাংলাদেশ  ফাইনালে ওঠার প্রবল আশা জাগিয়েও বিদায় নেয় ।
গ্রæপ পর্বে বাংলাদেশ শ্রীলংকাকে ৫-০ এবং মালদ্বীপকে সমান ব্যবধানে পরাস্ত করে সেমিফাইনালে ওঠেছিল ।

খেলা শুরুর পর থেকেই মাঠের দখল নেয় বাংলাদেশ এবং দুই মনিটের মাথায়ই প্রচন্ড চাপ সৃস্টি করে গোল করার সূযোগ তৈরী করেও গোলে শর্ট নিতে পারেনি ।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ায়ের্ধে আট মনিটের ব্যবধানে দু’গোল খেয়ে পিচিয়ে পড়ে বাংলাদেশ । খেলার ধারার বিপরীতে ভারতের থ্যাংলাল গাংতি ৫১ ও ৫৯ গোল দুটি করে ভারতকে এগিয়ে দেন, যদিও দ্বিতীয় গোলটি মনে হয়েছে অফসইিড থেকে করা । কারণ গাংতি ডান দিক থেকে বাড়ানো বল পৌছানোর  আগেই অফসাডের ফাঁদে পড়েন, অর বাংলাদেশের ডিফেন্ডাররা দাঁড়িয়ে গিয়েছিলেন এবং গাংতি বিনা বাধায় একা গোল রক্ষককে পরাস্ত করেন ।   সহকারী রেফারী  বাংলাদেশের ডিফেন্ডা দের আবেদনে সাড়া না দিলে ভারত ৫৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ।
ঠিক পরের মনিেিটই পেনালটি পায় বাংলাদেশ, মিরাজুল ইসলাম গোল রক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন ।

পিছিয়ে পড়া বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে জয়ের জন্য এবং একের পর এক আক্রমনে ভারতীয় রক্ষণকে সর্বক্ষণ প্রচন্ড চাপে রাখলেও গোল করতে পারেনি । বেশ কয়েকটি সহজ সূযোগ সৃস্টি হলেও গোল করতে ব্যার্থ হয় ।