ন্যাভিগেশন মেনু

২০২০ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: এসিসি


২০২০ সালে এশিয়া কাপের আয়োজন নিয়ে সভায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন এসিসি।

সোমবার (৮ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসির পক্ষ থেকে জানানো হয়, এবারের এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসিসি জানিয়েছে, ‘করোনা প্রাদূর্ভাবের কারণে পরিস্থিতি বিবেচনায় এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে সেটি চূড়ান্ত করতে উপযুক্ত সময়ের কথা বলা হয়েছে।’ এশিয়া কাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।’

সূচি অনুযায়ি এবারের ইভেন্টটি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। এবারের আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে দেশটির রাজনৈতিক বৈরিতায় ইভেন্টটি সেখানে আর হচ্ছে না। এবারের ইভেন্টটি হওয়ার কথা টি-টোয়েন্টি সংস্করণেই।

এদিকে ভিডিও কনফারেন্সে হওয়া সভায় নিরপেক্ষ ভেন্যুসহ টুর্নমামেন্টটির ভাগ্য নিয়েও আলোচনা হয়েছে।

এই বিষয়ে এসিসি জানিয়েছে, ‘সেপ্টেম্বরেই এশিয়া কাপ নিরপক্ষে ভেন্যু আরব আমিরাতেই আয়োজন করা যায় কিনা, এ নিয়ে সদস্যরা আলোচনা করেছেন। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এসিসি আরও জানিয়েছে, সদস্যরা সিদ্ধান্ত নিতে এই মাসের শেষ দিকে আরও একবার সভায় বসতে চেয়েছে।

এদিকে সভার সভাপতিত্ব করেছেন বিসিবি সভাপতি ও এসিসির বর্তমান সভাপতি নাজমুল হাসান। যোগ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক জয় শাহ।

ওয়াই এ/ এডিবি