ন্যাভিগেশন মেনু

দুই ম্যাচে মাঠে থাকছেন না বার্সার কোচ কোম্যান


শিষ্যের এমন শাস্তিতে ক্ষোভে তর্কে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সোলোনার কোচ রোনাল্ড কোম্যান।

লাল কার্ডের জন্য কোচ কোম্যানকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে লেভান্তে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই ম্যাচে বার্সার ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।

কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বিরতির পর চার মিনিটের ব্যবধানে বাজে দুটি হলুদ কার্ড খেয়ে বসেন ফ্রেঙ্কি ডি জং। এরপর ম্যাচের শেষ দিকে সার্জিও বুসকেটস হলুদ কার্ড দেখলে তর্কে জড়িয়ে পড়েন কোম্যান। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোম্যান।

সার্জিও বুসকেটসের হলুদ কার্ড ও ফ্রেঙ্কি ডি জং'র দুই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করেছিল বার্সা। তাতে কোনো লাভ হয়নি। ফলে রবিবার লেভান্তের বিপক্ষে খেলতে পারবেন না ডি জং। হলুদ কার্ড বহাল থাকছে বুসকেটসের।

এমআইআর/এডিবি/