ন্যাভিগেশন মেনু

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মালিক কোহলি


টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। তিনি প্রথম ভারতীয় হিসেবে এই রান করেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি দশ হাজারি ক্লাবে ঢুকেন। এজন্য ৩১৪টি ম্যাচ ও ২৯৯টি ইনিংস খেলেছেন তিনি। 

কোহলি ১০ হাজারি ক্লাবের পঞ্চম সদস্য। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 

এখন পর্যন্ত ৪৪৭ ম্যাচে ১৪ হাজার ২৭৫ রান করেছেন গেইল, ৫৬৪ ম্যাচে ১১ হাজার ২০২ রান করেছেন পোলার্ড, ৪৩৭ ম্যাচে ১০ হাজার ৮৩২ রান করেছেন মালিক, ৩১৪ ম্যাচে ১০ হাজার ৩৮ রান করেছেন কোহলি এবং ৩০৬ ম্যাচে ১০ হাজার ১৯ রান করেছেন ওয়ার্নার।

এডিবি/