ন্যাভিগেশন মেনু

'প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা সংকট মোকাবেলা করছে'


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনাভাইরাস (কভিড-১৯) সংকট মোকাবেলা করছে বলে উল্লেখ করেছেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান।

বুধবার (১৯ আগস্ট) সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী ‍স্টেট সেক্রেটারি রাফায়েল নাগেলির সাথে বিদায়ী সাক্ষাতকালে এ কথা উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত আহসান কভিড-১৯-এর প্রেক্ষিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং অর্থনীতি ও উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বলেও অবহিত করেন।

গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামজিক উন্নয়নের ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এর আলোকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা, এবং কভিড-১৯ সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে দু'দেশের মধ্যে দৃঢ়তর অর্থনৈতিক সম্পর্কের উপর রাষ্ট্রদূত জোর প্রদান করেন।

এ প্রেক্ষিতে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নানাবিধ সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। 

এছাড়া বাংলাদেশি পোশাক শিল্প এবং ফার্মসিউটিক্যাল খাতের বিশ্বজোড়া খ্যাতি তুলে ধরে সুইস বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

এছাড়া রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে প্রত্যাবাসন এবং তাদের মানবাধিকার লঙ্গনের যথাযথ ন্যায়বিচারের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে সুইজারল্যান্ডসহ আর্ন্তজাতিক সম্প্রদায় কর্তৃক কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় সুইস সহকারী ‍স্টেট সেক্রেটারি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ়তর করার লক্ষ্যে সুইস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।

এডিবি/