ন্যাভিগেশন মেনু

'বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত পাশে সবাই এগিয়ে আসুন'


কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে অনেকে এখনো পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও পাঠানোর দরকার হতে পারে। আমাদের সমাজের ধন্যাঢ্য ব্যক্তিদের আত্মমানবতার সেবায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি ।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় একটি ফ্যাসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছি। এই সময়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন, মামলা ও হামলা করে দেশকে একটি নরকে পরিণত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেও শেখ হাসিনা যে নির্যাতন করেছে তা অবর্ণনীয়।

 এ আন্দোলন সফল করতে ছাত্রছাত্রীরা যে অকুতোভয় ভূমিকা রেখেছে, যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, সাধারণ মানুষ যেভাবে আন্দোলনে শরিক হয়েছে, জীবন দিয়েছে তা অভাবনীয়। ছাত্র-জনতার একতাবদ্ধ আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয়তাবাদী চিকিৎসক সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গুরুতর আহত শতাধিক ব্যক্তিদেরকে আর্থিক সহযোগিতা প্রদান কালে এ কথা বলেন।

তিনি চট্টগ্রামসহ দেশের জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা শান্ত থাকুন। আমরা আর একটিও মৃত্যু দেখতে চাই না। বিজয় অর্জনের পর আমাদের তা রক্ষা করতে হবে। যারা বিভিন্ন এলাকায় ভাঙচুর করছে, লুটপাট করছে তাদের চিহ্নিত করতে হবে। এসব কাজে তারাই জড়িত যারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তাই সবাই সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বার বার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে। যারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যাদের হাতে এখনো অস্ত্র আছে। অবৈধ অস্ত্রধারী এবং বৈধ অস্ত্রধারী অবৈধ ভাবে যারা ব্যবহার করছে ঐ সমস্ত ব্যক্তির অবিলম্বে গ্রেফতার করতে হবে।

ড্যাব নেতা ডা. মোঃ ইসার সার্বিক তত্ত্বাবধানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড্যাব নেতা ডা.সরোয়ার আলম,ড্যাব নেতা ডা.ইমরোজ উদ্দিন, ডা. তান্না, ডা. ইয়াসমিন, ডা. ইমরান, ডা. সানি, ডা.শিলভা, ডা. শাকির উর রশিদ, ডা. সামিউল, ডা. হিমু, ডা. মামুন, ডা. ফয়সাল, ডা. মেহেদী, ডা. বীপু, ডা. কফিল বড়ুয়া, ডা. জাবেদ, ডা. শরিফ, ডা. আরিফ ডা. মেজবাহ প্রমুখ।