ন্যাভিগেশন মেনু

‘মাথাপিছু সাড়ে ১২ হাজার ডলার আয় করে উন্নত বাংলাদেশের স্বপ্নপুরণ সম্ভব’


উন্নত দেশ হতে হলে আমাদেরকে সাড়ে ১২ হাজার ডলার মাথা পিছু আয় করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘সাড়ে ১২ হাজার ডলার মাথাপিছু আয় যদি করতে হয় তাহলে সকল মানুষের অংশগ্রহণ দরকার। বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ। আমাদের মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের বেশি।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ মিউনিপিল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভার যৌথ অর্থায়নে নির্মিত সোনাপুর পৌর বাস টার্মিনাল, সুপার মার্কেট ও কিচেন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নোয়াখালী পৌরভবনের বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রমূখ। 

বক্তারা বলেন, এ তিনটি প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার ঐতিহ্যবাহী সোনাপুরে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রতিদিনের কেনাকাটা করতে পারবে। অপরদিকে পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ডিএ/এডিবি