ন্যাভিগেশন মেনু

'হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান - ভাই-ভাই: মমতা ব্যানার্জ্জী


আজকেরবাংলাদেশপোস্ট অনলাইন ডেস্ক : অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ধূমধাম করে হলো রাম মন্দিরের ভূমি পূজন। করোনা আবহে বিশাল আয়োজন করা হয়। এরই মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে দেশের সর্বধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেছেন মমতা।

বুধবার সকালে ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান -একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।'

বুধবার সকালে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনউ পৌঁছন সকাল ১০-৩৫ মিনিটে। সেখান থেকেই ১০-৪০ মিনিটে অযোধ্যার উদ্দেশে রওনা। 

অযোধ্যায় হনুমানগড়িতে পুজো দেওয়ার পর রাম জন্মভূমি পরিসরে যান প্রধানমন্ত্রী মোদীর। সেখানে প্রথমে রামলালার দর্শন করে বিশেষ পুজো। এরপর বৃক্ষরোপণ। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় রাম মন্দিরের ভূমিপুজোর মূল অনুষ্ঠান।

এস এস