ন্যাভিগেশন মেনু

মেডিকেল প্রশ্ন ফাঁসের মূল হোতা আটক


সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বনশ্রী এলাকার জি ব্লকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নম্বর-১৬) অভিযুক্ত পলাতক আসামিও আব্দুস সালাম।

সিআইডি সূত্র জানায়, প্রশ্ন ফাঁসে জড়িত সালামের পরিবারের সাত সদস্য। ২০১৩ সাল থেকে এরা স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা থেকে ফাঁস করেছে প্রশ্নপত্র। তারা হাতিয়ে নিয়েছে কয়েকশ কোটি টাকা। পারিবারিক এ সিন্ডিকেটের মাস্টারমাইন্ড ছাপাখানার মেশিনম্যান আবদুস সালাম খান ও তার খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু। সারা দেশের ৩৬টি মেডিকেল কলেজের মধ্যে অন্তত ১৫টিতে প্রতি বছরই দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে, যারা পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে পেয়েছিল। 

চক্রে একই পরিবারের অন্যরা হলো- জসিমের ভাতিজা পারভেজ খান, জসিমের ভগ্নিপতি জাকির হোসেন দীপু, জসিমের ভায়রা সামিউল জাফর, জসিমের স্ত্রী শারমিন শিল্পী ও জসিমের ভাগ্নে রবিন। এদের মধ্যে শুধু জসিমেরই ৪০ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। সালামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশিপুর গ্রামে। 

ওআ/