ন্যাভিগেশন মেনু

‘আইনি প্রক্রিয়া মেনেই সাংবাদিক আরিফুলকে সাজা’


সাংবাদিক আরিফুলকে সকল আইন প্রক্রিয়া মেনেই সাজা দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।

সোমবার (১৬ মার্চ) সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের শুনানিতে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘এটা মাদকবিরোধী টাস্কফোর্স ছিল। এ টাস্কফোর্সের সদস্য ছিলেন ১৩ জন। ভ্রাম্যমাণ আদালত নয়, মাদক বিরোধী টাস্কফোর্সই ওই অভিযান চালিয়েছে।’

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আরিফুলের বাসা থেকে আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: