ন্যাভিগেশন মেনু

অক্সফোর্ড বিজ্ঞানীদের নতুন যন্ত্র, ৫ মিনিটে শনাক্ত হবে করোনা


পাঁচ মিনিটেরও কম সময়ে করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম একটি র‌্যাপিড কোভিড-১৯ পরীক্ষা ব্যবস্থা উদ্ভাবন করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তবে এখনই পাওয়া যাবে না ওই যন্ত্র। বরং তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। খবর আনন্দবাজার পত্রিকা’র।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, কোভিড টেস্টের ফলাফল জানতে অত্যন্ত দ্রুত গতির যন্ত্র আবিষ্কার করেছেন তাঁরা। ওই যন্ত্রের মাধ্যমে পরীক্ষার পর ৫ মিনিটেরও কম সময়ের মধ্যেই জানা যাবে কোভিড-১৯ টেস্টের রিপোর্ট। তবে এই মুহূর্তেই বাজারে পাওয়া যাবে না ওই যন্ত্র। অক্সফোর্ডের বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, আগামী বছরের গোড়ায় যন্ত্রটি উৎপাদনের কাজ শুরু হবে। এর পর প্রয়োজনীয় ছাড়পত্র-সহ তা ছ’মাস পরে বাজারে আসবে।

বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিমানবন্দরের মতো জায়গায় যেখানে অতি দ্রুত কোভিড পরীক্ষা ও ফলাফল জানা প্রয়োজন, সেখানে ওই যন্ত্রের ব্য়বহার করা হবে বলে আশা করছেন অক্সফোর্ডের বৈজ্ঞানিকেরা। এর উৎপাদনের জন্য বিনিয়োগ টানতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওআ/