ন্যাভিগেশন মেনু

অজিদের ১০৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ


৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে মোহাম্মাদ নাঈমের ২৮ ও মেহেদী হাসানের ২৩ রানের সুবাদে ১০৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের তিনি ম্যাচের মতো এ ম্যাচেও ব্যার্থ ওপেনার সৌম্য সরকার দলীয় ২৮ রানে ব্যাক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

অন্যদিকে, সাকিব আশা জাগিয়েও সাজঘরে ফেরায় বাকিরা আর দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিতে পারেননি। ২৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরপর ক্রিজে এসে শূন্য রানে আউট হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান। ফলে ১১তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে দলীয় ৫১ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ।

শেষের দিকে আফিফ হোসেনের ১৭ বলে ২০ ও মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের সুবাদে ১০৪ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে সুইপসন ও টায় ৩ টি করে উইকেট শিকার করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ১ ওভার শেষে ৯ রান এক উইকেটের বিনিময়ে।

এমআইআর/ওআ