ন্যাভিগেশন মেনু

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা নওগাঁ


হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা নওগাঁ। গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও রবিবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম।

ঘন কুয়াশায় কোনোকিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে মহাসড়কসহ অনান্য সড়কে চলাচলরত বাস, ট্রাক, ভটভটি, অটোচার্জারসহ সকল যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এমন অবস্থায় চরম বেকায়দায় পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ। হঠাৎ ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরাও।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (৭ ডিসেম্বর) সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘন কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বি এ আর/এস এ/এডিবি