ন্যাভিগেশন মেনু

অনলাইনে কোর্ট চালুর দাবিতে দুই আইনজীবীর চিঠি


করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকার নির্দেশনা দিয়ে জারি করা সরকারি ছুটি চলাকালীন সময়ে আদালত বন্ধ থাকায় জরুরি মামলার নিষ্পত্তির জন্য অনলাইনে কোর্ট পরিচালনার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী।

শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ই-মেইল যোগে প্রধান বিচারপতিকে এই চিঠি পাঠানো হয়।

মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও সংগঠনটির পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসান এ চিঠি পাঠানোর কথা জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদূর্ভাবে সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। যেহেতু দেশে জরুরি অবস্থা জারি করা হয়নি সেহেতু স্বল্প পরিসরে হলেও আদালতের কার্যক্রম পরিচালিত হওয়া জরুরি। কারণ করোনা পরিস্থিতিতে দেশের উচ্চ আদালতসমূহ একেবারেই বন্ধ থাকায় নাগরিকরা তাদের অধিকার বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই করোনা ক্রান্তিকালে সাংবিধানিক বিবেচনায় অনলাইনের মাধ্যমে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ পরিচালনা করার অনুরোধ জানানো হলো।’

চিঠিতে করোনা ক্রান্তিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ, খাদ্যপণ্য, ত্রাণ বিতরণের জন্য হাইকোর্টকে নির্দেশনা প্রদানের আরজি জানানো হয়েছে।

এদিকে  দেশের প্রতিটি জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার এবং করোনা শনাক্তের পরীক্ষাগার স্থাপনের নির্দেশনাও চেয়েছেন দুই আইনজীবী।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ি দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ চেয়েছেন তারা।

এছাড়াও দুই আইনজীবীর এই চিঠিতে করোনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আরজি জানানো হয়েছে।

সেক্ষেত্রে এই চিঠিটি আবেদন ( রিট পিটিশন) হিসেবে গ্রহণ করার সুযোগ আছে বলেও চিঠিতে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে।

ওয়াই এ/এডিবি