ন্যাভিগেশন মেনু

অনলাইনে জিআরপি প্রকিউরমেন্ট মডিউল এর ট্রেইনিং


বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প এর আওতায় প্রকিউরমেন্ট মডিউল এর দুই দিনের অনলাইন প্রশিক্ষণ কোর্সটি আজ বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। 

প্রকল্প পরিচালক ডঃ আশোক কুমার রায় পরিচালিত প্রশিক্ষণ কোর্সে প্রকল্পের ১০ জন স্টেকহোল্ডার থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন। আসেফ আল রাজিব রানা এবং খন্দকার আমিনুল ইসলাম, কোক্রিয়েটস লিমিটেড এই ট্রেনিং প্রদান করেন।

এর আগে, মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ প্রশিক্ষণার্থীদের প্রকিউরমেন্ট মডিউল সম্পর্কে আরও ভালোভাবে জানার এবং এর সদ্ব্যবহার করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘প্রকিউরমেন্ট সহ জিআরপি এর সব মডিউলগুলি সরকারী কাজের সম্পূর্ণ অটোমেশন এবং স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। তিনি বলেন, ‘ই-জিপি সিস্টেম এর সাথে প্রকিউরমেন্ট মডিউল একীভূত হবে সুতরাং বাংলাদেশ সরকারের সকল প্রকিউরমেন্ট স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।।’  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ড. সোহরাব হোসেন এবং ডা. শামসুজ্জোহা বায়েজিদ প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ওআ