ন্যাভিগেশন মেনু

অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধে হাইকোর্টের রুল


প্রতিটি মানুষ তার জীবনে একটি সন্তান কামনা করে। পৃথিবীর সমস্ত মায়ের কাছে গুরুত্বপূর্ণ তার সন্তান। এই সন্তান জন্ম নেওয়ার আগে গর্ভধারণ অবস্থায় আমাদের থাকে নানা কৌতুহল। গর্ভের সন্তান ছেলে, নাকি মেয়ে?

তবে অনাগত এই শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত রোধে নীতিমালা বা নির্দেশনা তৈরি করতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটে আবেদনটি দায়ের করেছিলেন আইনজীবী ইশরাত হাসান।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও ইশরাত হাসান।

রুলে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় রোধে নীতিমালা বা নির্দেশনা তৈরি করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না এবং অনাগত শিশুর লিঙ্গ পরিচয় নির্ধারণে নীতিমালা তৈরি করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে ।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানান, ভারতে আইন করে গর্ভজাত সন্তানের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করা হয়েছে। গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করা হলে প্রসূতি মায়ের মানসিক চাপ তৈরি হয়। অনেক ক্ষেত্রে পারিবারিক চাপে গর্ভপাত করার ঘটনাও ঘটে।

সিবি / এস এস