ন্যাভিগেশন মেনু

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল


পিছিয়ে যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'র (আইপিএল) এবারের আসর। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই'র পক্ষ তেমন কোন আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বুধবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে আইপিএলের ৮ টি ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিসিআই।

এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআইকে আইপিএল'র একটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার বিষয়টি বিসিসিআই আমাদের জানিয়েছে। তবে চলতি বছরের ফাঁকা কোনো সময়ে এটি আয়োজনে আশাবাদী বিসিসিআই।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘বিসিসিআই'র সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। সরকারের নির্দেশনা পেলে আইপিএল বিষয়ে পরিস্কার ঘোষণাও আসবে।’

এবছর গত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় পিছিয়ে দেওয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। যার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আজ।

এরআগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, 'সত্যি বলতে কী, এই মুহূর্তে আইপিএল শুরু করার চিন্তাও করা যাচ্ছে না। কী করে ভাববো বলুন, সব দেশের ফ্লাইট বন্ধ, কেউ ঘর থেকে বের হচ্ছে না, কত মানুষ যে অসহায় হয়ে পড়েছে, ভবিষ্যৎ কী হবে কেউ আসলে জানে না।'

এমআইআর/ওআ