ন্যাভিগেশন মেনু

অন্তঃসত্ত্বাদের ভ্যাকসিন নিতে বাঁধা নেই: সিডিসি


করোনাভাইরাসের টিকা অন্তঃসত্ত্বা নারীরাও নিতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউজে করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে সিডিসির পরিচালক রচেল ওয়ালেন্সি এ কথা জানান।

অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন নেওয়া নিয়ে সংশয়ের প্রেক্ষিতে এমন পরামর্শ দেয় সিডিসি।

রচেল ওয়ালেন্সি জানান,ভ্যাকসিন সার্ভেইল্যান্স সিস্টেমে দেখা গেছে ৩৫ হাজারের বেশি নারীদের তৃতীয় ট্রিমেস্টারে বা তাদের সন্তানের জন্য সুরক্ষা জটিলতা দেখা যায়নি। অন্তঃসত্ত্বা নারীরা ভ্যাকসিন নেওয়ার পর অন্যান্যদের মতো একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

তিনি জানান, আমরা প্রায় চার হাজার অন্তঃসত্ত্বা নারীর বিস্তারিত তথ্য পেয়েছি। এছাড়া ৮ শতাধিক নারীর তথ্য পেয়েছি যারা সন্তান জন্ম দিয়েছেন। গুরুত্বপূর্ণ হলো, ভ্যাকসিন নেওয়ার পর তাদের তৃতীয় ট্রিমেস্টার বা সন্তানের জন্য কোনও সুরক্ষা জটিলতা তৈরি হয়নি।

সিডিসি পরিচালক জানান, ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় অন্তঃসত্ত্বা নারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সম্ভাব্য জটিলতা নিয়ে খুব তথ্য ছিল। ফলে বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষ ও চিকিৎসকদের গোষ্ঠী সতর্কতা অবলম্বনসহ সাংঘর্ষিক পরামর্শ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিডিসি এর আগে বলেছিল অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন নেওয়া উচিত।

সিবি/এডিবি/