ন্যাভিগেশন মেনু

অন্তর্বাস ছাড়া ফটোশ্যুট করে সমালোচনায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের একটি ফটোশুট ঘিরে বিতর্ক চলছে। গত বছর বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সানা। ওই সময় তার বয়স ছিল ৩৪ বছর।

সম্প্রতি একটি ব্লেজার পরে ট্রেন্ডি নামের একটি সাময়িকীতে পোজ দিয়েছেন সানা। তবে তার পরা সেই ব্লেজারের নিচে শার্ট ছিল না।

মার্কিন সংবাদমাধ্যম সিএননের খবরে বলা হয়, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা ম্যারিন সম্প্রতি ট্রেন্ডি নামক এক সাময়িকীর জন্য ফটোশুটে অংশ নেন। এ সাময়িকীর প্রচ্ছদে তুলে ধরা হয় তাকে। গত ৯ অক্টোবর ট্রেন্ডি সাময়িকীর নতুন সংস্করণ প্রকাশিত হয়। সেখানে সানা ম্যারিন তার সংগ্রামের কথা, পারিবারিক জীবনের সঙ্গে কাজের সমন্বয়সহ নানা কথা বলেছেন। এ প্রচ্ছদের জন্য করা ফটোশুটে ব্লেজার পরে পোজ দেন সানা। তবে সানার সে ব্লেজারের নিচে ছিল না কোনো শার্ট। আর এতেই ওঠে বিতর্ক।

ট্রেন্ডির প্রকাশনার সঙ্গে যুক্ত মারি পালুসালো জুসিনমাকি বলেন, ‘সানা ম্যারিনের ফটোশুট এবং তাকে নিয়ে করা প্রচ্ছদ স্টোর নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এমন ফটোশুট আমরা আগেও করেছি। কিন্তু সেসব নিয়ে তখন এমন প্রতিক্রিয়া দেখা যায়নি।’

নারীদের লাইফস্টাইল সাময়িকীতে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনায় অনেকে হতাশ। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। এমন কাজ করে সানা ম্যারিন সময়ের অপচয় করেছেন। তবে অনেকেই সানার পক্ষ নিয়েছেন। অনেকেই নিজেদের ছবি পোস্ট করে সানার প্রতি নিজেদের সমর্থনের কথা প্রকাশ করেছেন।

ওআ/