ন্যাভিগেশন মেনু

অপুর সঙ্গে সিনেমা করতে আপত্তি নেই বুবলীর


একটা সময় সিনেমায় শাকিব খান-অপু বিশ্বাসের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু প্রেম, বিয়ে ও বিচ্ছেদ তাদের ক্যারিয়ারেও প্রভাব ফেলেছে। গত চার বছর ধরে নতুন কোনো সিনেমায় দেখা যায়ানি তাদের।

অন্যদিকে, শাকিবের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীর নামটিও চলে আসে। আর এ কারণেই অনেকে মনে করেন এই দুই নায়িকার মধ্যে বিরোধ আছে।

তবে এসব ধারণা উড়িয়ে বুবলী জানালেন তাদের মধ্যে কোনও বিরোধ নেই। বরং অপুর সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলীে এসব কথা জানান।

বুবলী বলেন, যদি তেমন সুযোগ আসে, সেটা সময়ই বলে দেবে। তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা শ্রেফ গুজব।

শবনব বুবলী আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেনো থাকবে! কিন্তু মানুষ মনে মনে বহু কথা ভেবে বসে থাকে। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। শুরু থেকেই মানুষ ভাবতো আমি শাকিব খানের বাইরে করবো না, কিন্তু এখন ভালো ভালো সিনেমা পাচ্ছি বলে অন্যদের সঙ্গে কাজ করছি।

শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ দিয়ে শুরু। শাকিব-বুবলী এরপর কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে।

অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। ২০০৮ সালে বিয়ে করেন শাকিব-অপু। তাদের এক ছেলে। তবে বিয়ের পরই শাকিব এবং অপুর সম্পর্কে ফাটল ধরে।

ওআ/